বছর ঘুরে আসলো আবার
বাংলা নববর্ষের পহেলা বৈশাখ,
পুরনো দিনের সমস্ত গ্লানি ধুয়ে মুছে
নতুন উদ্দ্যমে সব কিছু এগিয়ে যাক।
পুরনো বছরে যা কিছু সবাই মনের জানতে
কিংবা অজান্তে করে অনেক ভুল ভ্রান্তি,
নতুন বছরে নতুন ভাবে শুরু করে
সবাই আমরা একাকার হয়ে পেতে চাই শান্তি।
তবে পৃথিবীর সর্ব মানুষ সর্ব কিছু জানার
কিংবা ভুল ভ্রান্তির কখনো উর্ধ্বে নয়,
তার জন্য পুরনো দিন গুলি থেকে শিক্ষা নিয়ে
নতুন বছরে নতুন উদ্যমে শুরু করতে হয়।
তাই সবাই আমরা নতুন বছরের নতুন উদ্যমে
আগামী দিন গুলিতে সব কিছু জয় করে নিতে চাই,
তার জন্য নতুন বছরে নতুনত্বর মাহাত্ম্যের
বাংলা নববর্ষের পহেলা বৈশাখ মাঝে খুঁজে পাই।
তবে বাংলা নবর্ষের পহেলা বৈশাখ
বাংলার মানুষের জন্য নতুন উদ্দ্যমের প্রেরণা,
বছর ঘুরে, পহেলা বৈশাখ নতুন রূপে আসলে
সবাই যেন জরাজীর্ণতা ভেদ করে পায় নতুন উদ্দীপনা।