পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর দিতে হবে শুধু অনলাইনে

| রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

পহেলা বৈশাখ থেকে সারা দেশে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করবে ভূমি মন্ত্রণালয়। এদিন থেকে ভূমি উন্নয়ন কর ক্যাশে (নগদ) নয়, জমা দিতে হবে শুধুমাত্র অনলাইনে। গতকাল শনিবার ভূমি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, আগামী ১ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ (১৪ এপ্রিল) থেকে ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ বাধ্যতামূলক।

ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে ষধহফ.মড়া.নফ ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। খবর বাংলানিউজের। প্রসঙ্গত, কোনো জমি ভোগ দখলের সুবিধা গ্রহণের জন্য সরকারকে প্রতি শতাংশ জমির জন্য বছর ভিত্তিক যে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে হয় তাকেই ভূমি উন্নয়ন কর বলে। ভূমি উন্নয়ন কর দেয়ার পর দাতা দাখিলা পাওয়ার অধিকার লাভ করেন। দাখিলা দেয়া না হলে তা অধ্যাদেশের লক্সঘন হবে।

পূর্ববর্তী নিবন্ধসময় থাকতে নিরপেক্ষ নির্বাচন দিয়ে মুক্তির পথ খুঁজুন
পরবর্তী নিবন্ধআইনশৃঙ্খলা রক্ষায় থাকছেন ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট