চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গতকাল শনিবার বিকেলে নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া।
সভায় জানানো হয়, আগামীকাল ১৪ এপ্রিল বাংলা নববর্ষ বরণ উপলক্ষে পটিয়া ইন্দ্রপুল/বাইপাস গোল চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পটিয়া চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করবে। এতে জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। আনন্দ শোভাযাত্রা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, জেলার ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আওতাধীন সকল উপজেলা/পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের নেতাকর্মীদেরকে সকাল ১১টার মধ্যে মিছিল সহকারে যোগদান করার জন্য আহ্বান করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ইদ্রিস মিয়া বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী স্বাধীন বাংলাদেশে মানুষ স্বাচ্ছন্দ্যে নিজের মতো করে পহেলা বৈশাখ উদযাপন করবে। সর্বোচ্চ মানুষের অংশগ্রহণে এবার বৈশাখের আয়োজন হবে স্মরণকালের ঝাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর। এজন্য বিএনপি সকল নেতাকর্মীদের জোড়ালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে দেশের মানুষ যাতে স্বতঃস্ফূর্ত, নিরাপদে ও নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন করতে পারে সেদিকে বিএনপির সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য বদরুল খায়ের চৌধুরী, আজিজুল হক, আমিনুর রহমান চৌধুরী, রেজাউল করিম নেচার, লোকমান, নুরুল কবির, নওয়াব মিয়া, সিরাজুল ইসলাম, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, জসিম উদ্দিন, রফিকুল আলম, মোকতার আহমদ, রেজাউল করিম চৌধুরী রেজা, ওসমান, রাসেল ইকবাল মিয়া, সাইফুদ্দীন সালাম মিঠু, আবদুল মোনাফ চৌধুরী, আবদুল জলিল চৌধুরী, জসিম উদ্দিন, অ্যাডভোকেট শওকত ওসমান, মনজুর আলম তালুকদার, মো. আজগর, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম রবি, জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।