পহেলা বৈশাখে চট্টগ্রামের ব‌ন্দিরাও পাবেন পান্তা ই‌লিশ

সাথে থাকছে পান-সুপা‌রিও

| রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ২:২০ অপরাহ্ণ

এবারের পহেলা বৈশাখে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা ব‌ন্দিরা পাচ্ছেন পান্তা-ইলিশ। সাথে থাকছে পান-সুপারিও।

কারাগারের ভেতর বন্দীদের বিনোদন দিতে দিনভর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈশাখের আনন্দ আয়োজনের ষোলকলা পূরণ করতে বাদ যাবে না মিষ্টিও।

র‌বিবার (১৩ এ‌প্রিল) বিষয়‌টি আজাদীকে নি‌শ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সি‌নিয়র জেল সুপার মোঃ ইকবাল হোসেন।

তি‌নি বলেন, অন্যান্য সময় খাওয়ারের ব্যবস্থা কম ছিল তা কিন্তু নয়। কারা‌বি‌ধি অনুযায়ী ব‌ন্দিদের জন্য প্রতি উৎসবে স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে। তবে এবারে আনুষ্ঠানিকভাবে এই আয়োজন করা হচ্ছে এটা বলতে পারেন। কারাবন্দী সকল কয়েদি ও হাজতিকে পহেলা বৈশাখের দিন পান্তা-ইলিশ খাওয়ার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপনের সকল প্রস্তুতি চলছে। কারাগারে ঠিকাদারের মাধ্যমে ইলিশ মাছ সংগ্রহ করা হচ্ছে।

কারাগারের ভেতর বন্দীদের বিনোদনের ব্যবস্থাও রাখা হচ্ছে। পোলাও, পান সুপা‌রি মিষ্টিরও ব্যবস্থা করা হয়েছে। বন্দীদের নিজস্ব একটি শিল্পী দল আছে- তারা গান গাইবেন। বাইরে থেকেও শিল্পী আনার চেষ্টা রয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থাকা পাঁচ হাজার বন্দী এবারের পহেলা বৈশাকে উদযাপন করবে। এরই মধ্যে পহেলা বৈশাখ উদযাপনের বর্ণাঢ্য প্রস্তুতি শেষ করে কর্তৃপক্ষ। 

পূর্ববর্তী নিবন্ধহঠাৎ অসুস্থ সাবেক এমপি নদভী, নেওয়া হলো চমেক হাসপাতালে
পরবর্তী নিবন্ধরাউজানে গোয়ালঘর থেকে কৃষাণীর চার গরু চুরি