এবারের পহেলা বৈশাখের মতোই দেশের মানুষ একটি নির্বাচিত সরকারকে বরণ করে নিতে প্রস্তুত বলে দাবি করেছেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি বলেন, জনগণের এই প্রত্যাশা (নির্বাচন) বিএনপির জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। আমরা আশাবাদী নতুন বছরে জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।
তিনি গতকাল শনিবার বর্ষবরণ উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় এসব কথা বলেন। নাসিমন ভবন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী ও প্রচার দায়িত্বপ্রাপ্ত শিহাব উদ্দীন মুবিন।
এরশাদ উল্লাহ বলেন, বাংলা নববর্ষ শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং এটি নতুন রাজনৈতিক চেতনা ও স্বপ্নের প্রতীক। বর্ষবরণ উৎসবের মধ্য দিয়ে আমরা জনগণের সঙ্গে আমাদের রাজনৈতিক অঙ্গীকার ও গণতন্ত্রের পথচলার প্রতিশ্রুতি আবারও তুলে ধরব। নাজিমুর রহমান বলেন, বর্ষবরণ শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি গণতন্ত্র ও জনগণের শাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে উদযাপিত হওয়া উচিত। বিএনপি জনগণের সঙ্গে মিলেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, এ কে খান, গাজী আইয়ুব, আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম, আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলু ও সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, মোহাম্মদ ইউসুফ।