পশ্চিম হাইদগাঁও ও কুসুমপুরা রহমানিয়া স্কুল চ্যাম্পিয়ন

পটিয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৩০ জুন, ২০২৪ at ৪:৪৫ পূর্বাহ্ণ

পটিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পশ্চিম হাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ও কুসুমপুরা রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালিকা) চ্যাম্পিয়ন হয়। গতকাল শনিবার বিকেলে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে পশ্চিম কুসুমপুরা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২১ গোলে জিরি বিবেকানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা গোলশূন্য ড্র হয়। দিনের অপর ফাইনাল খেলায় পশ্চিম হাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩১ গোলে ব্যবধানে পশ্চিম গৈড়লা সুরেশানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভুঞা জনী’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম শিরু, পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম দিদার। উপস্থিত ছিলেন উপজেলা হাইদগাঁও প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. জালাল উদ্দিন, পশ্চিম কুসুমপুরা রহমানিয়া সরকারি প্রা: বিদ্যালয়ের সভাপতি মো. সাহাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন, সিরাজুল ইসলাম মাষ্টার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দীন, জিসা চাকমা, প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, চাঁদ সুলতানা, শাহিনা ইয়াছমিন, উদয়ন বড়ুয়া, সাগর চৌধুরী, মো. মহিম উদ্দিন, অশোক চক্রবর্তী, মো. নাছির, মো. সেলিম, মাহমুদুল হাসান, মাহমুদুল হক, সাইফুল হাসান টিটু।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে নারীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন