পশ্চিম সুপারীওয়ালা পাড়া সমাজকল্যাণ পরিষদের পরিচিতি ও বার্ষিক সভা

| শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

পশ্চিম সুপারীওয়ালা পাড়া সমাজকল্যাণ পরিষদের কার্যালয়ের সামনে কার্যনিবাহী নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা সংগঠনের সভাপতি মির মো. শাহআলম ও যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল কাইয়ুম ফয়সালের সঞ্চালনায় গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. আলী কোম্পানি, মঞ্জুর আলম সওদাগর, মোসলিম উদ্দিন সওদাগর, সামসুল আলম দুলাল, মুসলিম উদ্দিন, সর্দার ইব্রাহিম সওদাগর, হারুনঅর রশিদ, নাছির উদ্দিন, মো. সেলিম, মো. আশরাফ হোসেন। বক্তব্য রাখেন মুজিবর রহমান কাজল, মো. হাসান, সুফি মো. ইব্রাহিম, রকিবুল ইসলাম অপু, মো. সাইফুদ্দিন, মো. আইয়ুব, মীর মো. ইমতিয়াজ, মো. তারেক, লিটন বাদশা, মো. সেলিম রাজা, মো. ইরফান, মীর মো. হাসান, মো. জাবেদ, মো. জোবায়ের, মো. আসলাম, হাফেজ মো. আয়াজ। সভায় উপস্থিত ছিলেনমো. আলী আকবর, শহিদুল ইসলাম পিন্টু, মো. সাইফুল ইসলাম হৃদয়, মো. ফাহিম, মো. কামাল, সাব্বির, আশিক। সভায় বক্তারা বর্তমান সমাজে মাদক ও কিশোর গাং ও অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজকে বাঁচাতে সামাজিক কাজে অংশগ্রহন করার জন্য এবং একটি মাদক মুক্ত সমাজ গড়ার জন্য সবাইকে ঐক্য থাকার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনন্দীরহাটে ধর্মসভা ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধঅধ্যাদেশ জারি, বিদ্যুৎ-জ্বালানির দাম ঠিক করতে পারবে সরকারও