জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরীর কার্যনির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন খান বলেছেন, ৯০ এর গণআন্দোলনে অর্জিত গণতন্ত্রের সোনালী অর্জন আজ বিনা ভোটে স্বনির্বাচিত ক্ষমতালিন্সু জবরদখলকারী সরকারের হাতে অর্থহীন হয়ে পড়েছে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ার প্রতিবাদ ও ঈদ পরবর্তী পুনর্মিলনী সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন,শান্তিপূর্ণ সংগ্রামে নেতৃত্বদানকারী ডা. শাহাদাত হোসেন-অধ্যাপক আসলাম চৌধুরীকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আজ কারাগারে আটকে রাখা জবর দখলকারী এই সরকারের স্বেচ্ছাচারিতার বড় উদাহরণ। স্বেচ্ছাসেবক দল নগরীর পশ্চিম ষোলশহরের কয়েকটি ইউনিট আয়োজিত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ না পাঠানোর প্রতিবাদ ও ঈদ পরবর্তী পুনর্মিলনী সভায় তিনি একথা বলেন।
ঈদের দ্বিতীয়দিন সাওলাভ আহমেদ সালেহীনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম নয়ন, সাব্বির আহমেদ, মো. সায়মন, মো. ইমরান, মো. বাবুল, মো. আবুল হাশেম, সেজাউল ইসলাম শয়ন, আকতার হোসেন লেদু, নিকাশ বড়ুয়া, জয়ন্ত কুমার, আসহাব মাহমুদ, পিয়াল লীলাময় চৌধুরী, আরিয়ান অহিদ, অন্তর আইচ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।