হাটহাজারীর পশ্চিম মেখল বাসন্তিকা সংঘের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্প্রতি তপন চৌধুরীর সভাপতিত্বে ও রুদ্র আচার্যের পরিচালনায় অনুষ্ঠিত হয়। শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন পন্ডিত নিরঞ্জন আচার্য্য। শপথ বাক্য পাঠ করান কক্সবাজার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কান্তি দেব। এতে প্রধান অতিথি ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার অশোক কুমার নাথ। বক্তব্য রাখেন ইউপি সদস্য লাভু ভট্টাচার্য, অরুণ কান্তি চৌধুরী, স্বপন আচার্য্য, রাজু চৌধুরী, চন্দন চৌধুরী, সুমন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।