পশ্চিম মাদারবাড়ী ঢাকা ট্রাঙ্ক লেইন মহল্লার নতুন কমিটির অভিষেক

| শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সদরঘাট এলাকার পশ্চিম মাদারবাড়ী ঢাকা ট্রাঙ্ক লেইন মহল্লার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। ঢাকা ট্রাঙ্ক লেইন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং কমিটির প্রবীণ সদস্যদের (প্রয়াত ও জীবিত) সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বাইশ মহল্লা কমিটির সহসভাপতি শওকত হোসেন কমরু, সিটিজেন ফোরাম সদরঘাট থানার সভাপতি হাজী সালাউদ্দিন এবং একই ফোরামের সেক্রেটারি হারুন উর রশিদ দিদার। কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন। তারা বলেন, নবনির্বাচিত কমিটির সদস্যরা যেন সবসময় মহল্লার মানুষের পাশে থাকে এবং একটি সুন্দর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখেন। অনুষ্ঠানে কমিটির কার্যকরী পরিষদ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাদ এশা ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও দেশের মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। আজ শনিবার কমিটির পক্ষ থেকে তাবারুক বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবদরুদ্দীন উমর : সনিষ্ঠ গবেষক ও ‘বিশুদ্ধবাদী’ বিভ্রান্তির মূর্ত প্রতীক
পরবর্তী নিবন্ধইয়ুথ ক্লাব অব চট্টগ্রামের ‘ওয়ান হেলথ, ওয়ান সেফটি’ সম্পন্ন