পশ্চিম মাদারবাড়ি ইকরা আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা

| বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

নগরীর পশ্চিম মাদারবাড়ি ইকরা আদর্শ নূরানী হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক সভা ও হেফজুল কোরআনের হাফেজদের পাগড়ী প্রদান অনুষ্ঠান গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নূরী। তিনি বলেন, ইসলামী সমাজ গড়ে তুলতে প্রাথমিকের পাঠ্যসূচিতে কোরআন হাদিস তথা দ্বীনি বুনিয়াদী শিক্ষার প্রাধান্যতা অপরিহার্য।

আদর্শ সমাজ মহল্লা কমিটির সেক্রেটারি আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ রুহুল আমিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন, কঙবাজার বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা নুরী। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী চারিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওচমান সাঈদী, বায়তুশছালাহ মসজিদের খতিব মুফতী মাওলানা হাফেজ নুরুল হুদা, মাওলানা মুফতী সরওয়াতুল ইসলাম, মাওলানা আমির হোসাইন, মাওলানা মুজিবুল হক, মাওলানা মুসলেহ উদ্দীন হারুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধক্বিরাতুল কুরআন নুরানী মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধকমিউনিটি সেন্টার শ্রমিকদের মজুরি ডিউটি প্রতি ৮শ টাকা নির্ধারণের দাবি