পশ্চিম মাদারবাড়িতে ঈদে আজম উপলক্ষে আনন্দ জুলুস

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১০ পূর্বাহ্ণ

পশ্চিম মাদারবাড়ি জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ এবং মুসল্লিদের উদ্যোগে ঈদে আজম আনন্দ মিছিল বের হয়ে বরই গাছতলা হয়ে ১নং গলি দিয়ে শুবপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন ম্যানেজিং ট্রাস্টি শাহিন হামিদ ইব্রাহীম।

বিশেষ অতিথি ছিলেন আব্দুল কাদের ইব্রাহিম, প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতি রেজাউল কাওসার, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোহেল আহমেদ।

এতে আরো উপস্থিত ছিলেন জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদের তদারকি কমিটির সদস্যবৃন্দ এবং ইনসানিয়াত বিপ্লব সদরঘাট থানার সকল নেতৃবৃন্দ। সমাবেশে প্রধান বক্তা বলেন, দয়াময় আল্লাহ তায়ালা সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুণজ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের ডামাডোলে নজরুল
পরবর্তী নিবন্ধবেঙ্গল সিটি লায়ন্স ও লিও ক্লাবের দায়িত্ব হস্তান্তর