‘সম্প্রীতির বন্ধনে আমরা’ এ স্লোাগানকে ধারণ করে গত ১৮ অক্টোবর পশ্চিম বাকলিয়া সনাতনী সম্প্রীতি ঐক্য পরিষদের যাত্রা শুরু হয়েছে। বাকলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে খাজা মইনুদ্দীন চিশতী ফাউন্ডেশনের উদ্যোগে পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ইউনুচ কোম্পানির সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ও সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শহীদুল আলম শহীদ, শাহাবউদ্দীন চৌধুরী, শফিকুল ইসলাম, সিরাজুর রহমান। এতে শারদীয়া সম্মাননা গ্রহণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, মাহতাব উদ্দিন চৌধুরী, আ জ ম নাছির উদ্দীন, মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, শফিকুল ইসলাম, ইউনুচ কোম্পানি। শেষে হত-দরিদ্রদের মাঝে খাজা মঈনউদ্দীন চিশতী ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।