সরকারবিরোধী নানা ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল গতকাল অনুষ্ঠিত হয়। পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আইনুল ইসলাম আলভীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ডের যুব সংগঠক সোহেল আহমেদ, ইমতিয়াজ হাসান পিংকু, ওয়ার্ড যুব সংগঠক আকাশ আহমেদ দূর্জয়, জুয়েল আহমেদ, মো. আকবর, ১৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা তন্ময় চৌধুরীর, মো. জনি, মো. শফিক, মো. রাকিব, নিহাল হোসাইন, মো. আবির, মো. সাজ্জাদের। মিছিলটি নগরীর দেওয়ান বাজার কেডিএস গলি থেকে শুরু করে দিদার মার্কেট দিয়ে নবাব সিরাজদৌল্লাহ রোড, চন্দনপুরা, গুলজার বেগম স্কুল, বাকলিয়া এঙেস রোড দিয়ে ডুকে বগারবিল শান্তিনগরে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।