পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে সুধী সমাবেশ

| শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ৪র্থ বারের মত কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শহিদুল আলমের সম্মানে এক সুধী সমাবেশ, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুজিবুর রহমান ও হোসেন সরওয়ার্দীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন চৌধুরী, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ইউনুছ কোম্পানি, যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজ, মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রুজি, মুক্তিযোদ্ধা মুছা, মো. মোবারক, ড. অলি আহাম্মদ, অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী, ডা. উত্তম কুমার মজুমদার, মোকতার হোসেন লিটন, সজল চৌধুরী, কিশোর রায় বিশ্বাস, অ্যাড. জানে আলম, আদিল মজুমদার, আব্দুল হাকিম, বাবু নির্মল দাশ, মাইনুল কামাল, মাসুদ করিম টিটু, এম এ হান্নান, রাশেদ সরওয়ার, এস এম ওমর ফারুক, নাজিম পাশা, অধ্যাপক নাজিম উদ্দিন, মো. হোসেন, যুবলীগ নেতা নাজিম দেওয়ান, নজরুল ইসলাম, মোস্তফা হেলাল প্রমুখ।
সভাপতির বক্তব্যে শহিদুল আলম বলেন, আবারো কাউন্সিলর নির্বাচিত করায় পশ্চিম বাকলিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চেষ্টা থাকবে সকল নির্বাচিত প্রতিশ্রুতি বাস্তবায়ন করে জননেত্রীর হাতকে শক্তিশালী করার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গামাটিতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন ১১৬ জন শিল্পী
পরবর্তী নিবন্ধসেই লুব অয়েল কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা