চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম পুকুরিয়া স্পোর্টিং ক্লাব কতৃক শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে গতকাল শুক্রবার। বিকাল ৪ টায় পশ্চিম পুকুরিয়া ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ শেষে পরে চাঁদপুর সওদাগর পাড়া ঐক্য পরিষদ এর ইফতার মাহফিলে যোগদান করেন। আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক মোঃ আল ইমরান,উপজেলা যুবদল নেতা মোঃ মুহি উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক ও বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, ইউপি সদস্য ফরিদ আহমদ, গিয়াস উদ্দিন হিরু, রেজাউল করিম, রিজওয়ানুল করীম। অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুকুরিয়া স্ট্রাইকার্সকে পরাজিত করে সাঙ্গু গ্লাডিয়েটর্স চ্যাম্পিয়ন হয়।