ইসরায়েলের কট্টর–ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ দীর্ঘদিনের স্থগিত বসতি স্থাপনের একটি প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছেন। পশ্চিম তীরকে পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করে ফেলবে– এমন প্রকল্পকে তার দপ্তর বলছে, এটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাকে সমাহিত করবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ, তাদের মিত্র ও বিভিন্ন মানবাধিকার সংগঠন পরিকল্পনাটিকে বেআইনি আখ্যা দিয়ে বলেছে, এই পদক্ষেপ অঞ্চলটির শান্তি প্রক্রিয়াকে ধ্বংস করবে। মা’আলে আদুমিমে পরিকল্পিত ই–ওয়ান বসতি প্রকল্পের স্থানে দাঁড়িয়ে স্মোটরিচ বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রকল্প নতুন করে চালুর বিষয়ে একমত হয়েছিলেন। স্মোটরিচের ভাষায়, যারা এখন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে, তারা আমাদের জবাব পাবে মাঠে দলিল বা বিবৃতিতে নয়, বরং বাড়িঘর ও পাড়ার বাস্তব চিত্রে। খবর বাংলানিউজের।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে এবং শান্তি অর্জনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জাতিসংঘ ইসরায়েলকে পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়ে বলেছে, বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে এবং দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করবে।