পশ্চিম তীরে গুলিতে দুই ইসরায়েলি নিহত

| শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার অবৈধ হামরা বসতির কাছে ঘটনাটি ঘটে। আল জাজিরার খবরে বলা হয়েছে, হামরা জংশনে একটি গাড়িতে গুলি চালানো হয়। এ সময় ইসরায়েলের দুই বসতি স্থাপনকারী নিহত হন। কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আরও তিনজন আহত হন। তাদের মধ্যে দুজন নারী রয়েছেন। খবর বাংলানিউজের।

ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামলার ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেবানন ও গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।

পূর্ববর্তী নিবন্ধতাইওয়ান ঘিরে চীনের মহড়া
পরবর্তী নিবন্ধবাখমুতে প্রতিদিনই অগ্রসর হচ্ছে ভাগনার গ্রুপ