পশ্চিম তীরে গুলিতে চার ইসরায়েলি নিহত

 হামাস বলছে ‘জবাব’

| বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ৯:৫৬ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরের একটি ইহুদি বসতির কাছে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে চার ইসরায়েলি নিহত হয়েছে। ফিলিস্তিনের সশস্ত্র মুক্তি আন্দোলনের দল হামাস বলছে, জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে। খবর বিডিনিউজের।

জরুরি সেবা বিভাগ জানায়, মঙ্গলবার বন্দুকধারীরা এলি বসতির রাস্তার ধারের একটি রেস্তোরাঁ ও একটি গ্যাস স্টেশনে গুলি ছুড়লে আরও চারজন আহত হয়। আর নিহতদের মধ্যে এক শিশুও ছিল।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামলার ঘটনার পর তারা পশ্চিম তীরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে। হামাস জানিয়েছে, বন্দুকধারীদের দুজন তাদের সশস্ত্র শাখার সদস্য। এদের একজন ঘটনাস্থলে এক বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হয়। আর অন্যজন ঘটনাস্থল থেকে পালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান জোরদার হওয়ায় গত ১৫ মাসে পশ্চিম তীরে সহিংসতা বেড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধটাইটান ডুবোযান উদ্ধারে যেসব বাধার মুখোমুখি হতে হচ্ছে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ