পশ্চিম তীরে আরও ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

| রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

সামপ্রতিক সহিংসতার মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে আরও দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে আল জাজিরা। দেশটির সামরিক বাহিনী বলছে, সপ্তাহের শুরুতে তাদের নাগরিকদের ওপর গুলি চালানোর দায়ে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করতে শনিবার একটি অভিযান চালায় তারা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলেছে, তুলকারেম শহরের কাছে নূর শামস শরণার্থী শিবিরে চালানো এই অভিযানের পর, দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই তরুণ শহীদ হয়েছে। তাদের মরদেহ থাবেত থাবেত সরকারি হাসপাতালে আনা হয়েছে। খবর বাংলানিউজের।

উভয়ের বয়স ছিল ২২ বছর এবং তারা বুকে, ঘাড়ে এবং পেটে গুলিবিদ্ধ হয়ে মারা যায় বলে বিবৃতিতে যোগ করা হয়।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, নিহতরা গত ২ মে অ্যাভনেই হেফ্‌টজে একটি বন্দুক হামলার ঘটনায় জড়িত ছিল।

পূর্ববর্তী নিবন্ধকল্লোল গ্রীন এবং পিডিবির শুভসূচনা
পরবর্তী নিবন্ধভারতের মনিপুরে সহিংসতায় নিহত ৫৪