ফিলিস্তিনের পশ্চিম তীরের তুলকার্ম শহরের একটি মসজিদের ভেতরে পাঁচ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা মসজিদের ভেতরে লুকিয়ে ছিল বলে বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে। বুধবার মধ্যরাত থেকে শত শত ইসরায়েলি সেনা হেলিকপ্টার, ড্রোন ও সাঁজোয়া যান নিয়ে তুলকার্ম, জেনিন ও জর্ডান উপত্যকার এলাকাগুলোতে অভিযান শুরু করে, যা কয়েক মাসের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের চালানো অন্যতম সবচেয়ে বড় হামলা। খবর বিডিনিউজের।
বুধবার মধ্যরাতে শুরু হলেও বৃহস্পতিবারও অভিযান শেষ হয়নি বলে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন। তিনি আরও জানান, গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ডে যে মূল দু’টি টেলিযোগাযোগ কোম্পানি আছে তার মধ্যে জাওয়ালের নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারের অভিযানে অন্তত ১২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবারও জেনিনের প্রধান হাসপাতালের সামনে ইসরায়েলি সেনারা অবস্থান নিয়ে ছিল। সেখানে অ্যাম্বুলেন্সগুলোতে তল্লাশি চালাচ্ছিল তারা।