পশ্চিম ডলু ও হাটহাজারীর জয়

অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

ক্লাইম্বসিডিএফএ অনূর্ধ্ব১৫ একাডেমি কাপ ফুটবলে জয় পেয়েছে পশ্চিম ডলু ফুটবল একাডেমি ও হাটহাজারী ফুটবল একাডেমি। গতকাল রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় পশ্চিম ডলু ফুটবল একাডেমি ১০ গোলে কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের একমাত্র গোলদাতা ইমতিয়াজ উদ্দিন আবির। একই মাঠে সকালে অনুষ্ঠিত অপর ম্যাচে হাটহাজারী ফুটবল একাডেমি ১০ গোলে কালারপুল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলটি করে মো. মহিউদ্দিন। আজ ২৯ ডিসেম্বর সোমবারের চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯.৩০ টায় প্রথম খেলায় অংশ নেবে চটগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি এবং পটিয়া ফুটবল একাডেমি। সকাল ১১টায় দ্বিতীয় ম্যাচে অংশ নেবে বড় উঠান ফুটবল একাডেমি এবং রামপুর ফুটবল একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা পাবলিক স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধ২০২৫ সালে মেসির আয়