পশ্চিম টইটং রহমানিয়া ইবতেদায়ি মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষকের বিদায়

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

পেকুয়া উপজেলাধীন পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ি মাদ্রাসায় পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সহকারী শিক্ষক ঈমাম হোছাইনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। গত শনিবার সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মদ জিয়াউল হক শফিকী। সহকারী শিক্ষক আনিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টইটং আলহেরা মডেল একাডেমির নির্বাহী সদস্য মাওলানা নাজিম উদ্দীন, বাঁশখালী ডলমপীর আহমদিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান, বিদায়ী শিক্ষক ঈমাম হোছাইন, প্রবীণ শিক্ষক মাস্টার রফিক আহমদ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন আসমাউল হুসনা, নুসরাত জাহান ও কানিজ ফাতেমা।

অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক ঈমাম হোছাইনকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। শেষে মহানবী (সা.) এর জীবনী অনুসরণ করার আহ্বান জানিয়ে দুআ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতা স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধমহিলাদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের প্রস্তাব চসিক মেয়রের