পেকুয়া উপজেলার পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক সভা, গুণীজন সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৭ জানুয়ারি মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জিয়াউল হক শফিকীর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এ এইচ এম বদিউল আলম ও মাওলানা আবদুর রহমান (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও কঙবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রায়হান আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন এম নুরুল আবছার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মুহাম্মদ এনামুল হক, পল্লী চিকিৎসক মোসলেম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম, উদ্যোক্তা এইচ এম রমিজ উদ্দিন ও জাফর আহমদ। সভায় প্রধান ওয়ায়েজ হিসেবে তকরীর করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন। বিশেষ ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম চাম্বল বাংলা বাজার শাহ আমানত দাখিল মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা আব্দুল মজিদ, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ আনছারুল ইসলাম ও টইটং আলহেরা মডেল একাডেমির পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রহিম। সভায় ইসলামী শিক্ষা ও জনসেবায় বিশেষ অবদানের জন্য বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এ এইচ এম বদিউল আলম এবং দাওয়াহ ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য চবির সাবেক রেজিস্ট্রার মাওলানা মুহাম্মদ ইসমাইলকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচত হওয়ায় রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহেদ উল্লাহকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











