পেকুয়া উপজেলার পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ী মাদরাসায় পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার প্রধান শিক্ষক মুহাম্মদ জিয়াউল হক শফিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টইটং আলহেরা মডেল একাডেমির পরিচালনা পর্ষদের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দীন। সহকারী শিক্ষক মুহাম্মদ ঈমাম হোসাইনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টইটং আলহেরা মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ গোলাম আজম, দক্ষিণ পুঁইছড়ি খোদেজা–হাশেম নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ইউসুফ, টইটং আলহেরা মডেল একাডেমির সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ আবুল হাসান নাহিদ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ আনিসুর রহমান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।