রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সরকারপাড়ায় সচেতন যুবসমাজের আয়োজনে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। রাত্রিকালীন এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহন করে। গত সোমবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় মীর মুন্না ও রুবেল দাশের দল। খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে জয় পায় রুবেল দাশের টিম। ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক মীর আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অজিত বিশ্বাস, চন্দন বিশ্বাস, টুটুন মহাজন, কাঞ্চন ঘোষ, শিক্ষক স্বপ্না ঘোষ। খেলা পরিচালনা করেন সপু দে ও উত্তম ভট্টাচার্য।