রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের দেড় শতাধিক তালিকাভুক্ত দুস্থ পরিবার স্বল্পমূল্যে চাল পেয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় রগুনন্দন চৌধুরীহাটে এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান সাহাবুদ্দিন অরিফ।
এসময় তিনি বলেন রাউজানের কোনো মানুষ অনাহারে অর্ধহারে থাকতে হয় না। এই কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ৬০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আরমান, মেম্বার জামাল উদ্দিন, মোহাম্মদ লোকমান, জগদিশ বড়ুয়া প্রমুখ।












