রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামরা। রগুনন্দন চৌধুরী হাটে কাঠাল ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উদ্বোধন করা হয়েছে শিশু পার্ক। গতকাল শনিবার এই শিশু পার্ক উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফকে সাথে নিয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস চৌধুরী। ফারাজ করিম চৌধুরীর নামে প্রতিষ্ঠা করা শিশু পার্কের জন্য অর্থ সহায়তা দিয়েছেন চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান জানিয়েছেন ইউনিয়নের প্রতিটি জনপদ অপরাধমুক্ত রাখার প্রয়োজনে কাগতিয়া, ডোমখালী মাজার গেইট, মগদাই বাজার, রামচন্দ্র বাজার, নতুন ও পুরাতন রগুনন্দন চৌধুরীহাটে অন্তত ২০টি সিসি ক্যামরা স্থাপন করা হয়েছে। তিনি বলেন এলাকাকে অপরাধমুক্ত করতে সিসি ক্যামরার আওতায় আনা হয়েছে। শিশুদের বিদ্যালয়মুখী করতে প্রতিটি স্কুলের সামনে শিশু পার্ক নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিনাজুরী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার আবদুল মোমিন, অংশুমান বড়ুয়া, জামাল উদ্দিন, সাইদুল ইসলাম, ইমতিয়াজ জামাল নকিব,মেম্বার আবদুল মালেক, মোস্তাফিজুর রহমান, অজিত বিশ্বাস,আবু তৈয়ব,জানে আলম, মো. লোকমান, মোহাম্মদ জাহেদ, সালাউদ্দিন, রুবেল বৈদ্য,টনি বড়ুয়া, সাফায়েত হোসেন তৌহিদ, সাদ্দাম হোসেন প্রমুখ।












