পশ্চিম গুজরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

রাউজানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ে খেলা শুরু হয়েছে। পশ্চিম গুজরা ইউনিয়নের কাঠাঁলভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের খেলা উদ্বোধন করেন ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান ছিদ্দিকী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি বলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী প্রথম রাউজানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট শুরু করেছিলেন। এখন জাতীয় পর্যায়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মেম্বার মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক নাঈমা হক, সহকারী শিক্ষক নুরুল হুদা, জাফর আহমদ, অলক বড়ুয়া, মোহাম্মদ রফিক, সাফায়েত হোসেন তৌহিদ, সাদ্দাম হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-১৬ জুডো প্রশিক্ষণ সমাপ্ত
পরবর্তী নিবন্ধ১০০ ঘণ্টায় শেষ হল হার্ড ডেপ মামলার সাক্ষ্যগ্রহণ