পশ্চিম গুজরায় ছাত্রলীগের কর্মী সমাবেশ

রাউজান প্রতিনিধি | শনিবার , ৮ অক্টোবর, ২০২২ at ৬:২৩ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে ছাত্রলীগের কর্মী সমাবেশ গতকাল বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাফায়েত হোসেন তৌহিদ।
সমাবেশে উদ্বোধক ছিলেন দক্ষিণ রাউজান ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ। শাওন বড়ুয়া ও হাবিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ বক্তা ছিলেন নাঈম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, টনি বড়ুয়া, মেম্বার জগদিশ বড়ুয়া, আবদুল মালেক, মোহাম্মদ লোকমান।
বক্তব্য রাখেন শামশুল আরেফিন, রবিউল হোসেন, অঙ্কুর বড়ুয়া, জসিম উদ্দিন অভি, কামরুল ইসলাম, আলী আকবর জয়, মোহাম্মদ তানভির, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ ওয়ালিদ, মোহাম্মদ মাসুদ, মোবারক হোসেন, মাইকেল
বড়ুয়া, জ্যাকশন জ্যকি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির খুঁটির জোর হচ্ছে এদেশের জনগণ
পরবর্তী নিবন্ধআগামীর আন্দোলন সংগ্রামে যুবদল সামনে থেকে নেতৃত্ব দেবে