দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া এলাকার চার অগ্নিদুর্গত পরিবারকে ঘর করার জন্য ঢেউ টিন দিয়েছেন চেয়ারম্যান সাহবুদ্দিন আরিফ। গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে তিনি তাদের হাতে ঘর নির্মাণের জন্য টিন তুলে দেন। এ সময় চেয়ারম্যান বলেন- সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনা অনুসরণ করে এলাকার অসহায় মানুষের কল্যাণে তিনি কাজ করছেন। অনুষ্ঠানে চেয়ারম্যান দ্বিতীয় দফায় আড়াই শ’ মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ টাকা প্রদান করেন। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সরকারের প্রতিনিধি ইমাম হাসান আরফান, আবদুর রহমান, ইউপি সদস্য আবদুল মালেক,অজিত বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, বোরহান উদ্দিন রুবেল, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ রফিক, শ্যামল বড়ুয়া, টনি বড়ুয়া, সাফায়েত হোসেন তৌহিদ, মোহাম্মদ রায়হান প্রমুখ।