পশ্চিম গুজরা সরকারপাড়া প্রয়াত সমাজ সেবক সুরেন্দ্র বিজয়–বিন্দুবালা ঘোষের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ বলেছেন, যারা সমাজের কল্যাণে কাজ করে যাবে তাদের মানুষ যুগে যুগে স্মরণ রাখবে। গত সোমবার থেকে দুইদিন ব্যাপী আয়োজিত প্রথম দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক গোপাল ঘোষ। বক্তব্য রাখেন চন্দন বিশ্বাস, অংশুমান বড়ুয়া, অজিত বিশ্বাস, রিটন দে, জগদিশ বড়ুয়া, অমিত ঘোষ, ঝুন্টু ঘোষ, ফয়সল মাহমুদ তিষাদ, ঝুন্টু ঘোষ প্রমুখ।