পশ্চিমে আঘাত হানার মতো দূরত্বে ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি পুতিনের

| শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:৫০ পূর্বাহ্ণ

ইউক্রেনকে দীর্ঘ পাল্লার পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অনেক ভেতরে আঘাত হানার অনুমতি দেওয়া হলে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদের ওপর আঘাত হানার মতো দূরত্বে প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিডিনিউজের।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বুধবার প্রথমবারের মতো পশ্চিমা বার্তা সংস্থাগুলোর জ্যেষ্ঠ সম্পাদকদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছিলেন পুতিন (৭১), সেখানে তিনি বলেন, রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না পশ্চিমের এমন অনুমান ভুল, ক্রেমলিনের পারমাণবিক নীতিকে হালকাভাবে নেওয়া উচিত না। রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার জন্য ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে ন্যাটো প্রধান ইয়েন্স স্তোলতেনবার্গ যে আহ্বান জানিয়েছেন তা নিয়ে প্রশ্নে পুতিন সতর্ক করে বলেন, কিয়েভকে আরও শক্তিশালী অস্ত্র দিয়ে রাশিয়ার আঘাত হানার অনুমতি দেওয়া হবে গুরুতর বাড়াবাড়ি যা পশ্চিমকে রাশিয়ার সঙ্গে একটি যুদ্ধের দিকে টেনে নিয়ে আসবে।

পূর্ববর্তী নিবন্ধগাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৯
পরবর্তী নিবন্ধএনডিএ’কে টেক্কা দিয়ে ক্ষমতায় যেতে পারবে ইন্ডিয়া জোট?