ইসলামী সংস্কৃতি পরিষদের আত্মপ্রকাশ ও অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, মুসলমানদের স্বকীয় সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিমাদের অব্যাহত ষড়যন্ত্র মোকাবেলায় মুসলিমদের কুরআন হাদীসের সঠিক জ্ঞান আহরণ ও তার পরিপূর্ণ আমল করতে হবে। বাংলাদেশে বিবাহ প্রথায় ইসলামী রীতি–নীতি ভুলুণ্ঠিত। বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন রোধে ইসলামী সংস্কৃতি চর্চার বিকল্প নেই।
গতকাল রবিবার বিকেলে মুরাদপুরস্থ জামান এক্সক্লুসিভ হলেরুমে সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা মুহাম্মদ ওয়াহিদুল আলমের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী আক্কাছ নূরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতী সৈয়্যদ অছিয়র রহমান আলকাদেরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম ছরওয়ার, মাওলানা ফজলুল কবীর চৌধুরী, মাওলানা জহুরুল আনোয়ার, মাহবুবুল আলম, মাওলানা আসহাব উদ্দীন মজিদী, আবদুল মালেক, আবদুস শাকুর, মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন আলক্বাদেরী, মাওলানা জমির হোসাইন আলক্বাদেরী, অধ্যাপক মুহাম্মদ ইশতিয়াক রেজা, মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল মাসুম, ব্যারিস্টার মুহাম্মদ পারভেজ তালুকদার, মাওলানা মুহাম্মদ আবদুল আজিজ রজভী, মাওলানা মুহাম্মদ শরফুদ্দীন ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম চিশতী, মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, মাওলানা মুহাম্মদ আবদুল আউয়াল ফুরকানী, মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ চৌধুরী, মাওলানা মুহাম্মদ সরওয়ার হোসেন, অ্যাডভোকেট সুলতান জাহাঙ্গীর, মুহাম্মদ দিদারুল ইসলাম দিপু, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ খোরশেদ আলম ফারুকী প্রমুখ। সভা শেষে ইসলামী সংস্কৃতি পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করানো হয়। অনুষ্ঠান শেষে দেশ ও দেশের মানুষ এবং বিশ্ব মুসলিমের সুখ–শান্তি সমৃদ্ধি কামনা করে দুআ–মুনাজাত পরিচালনা করেন আল্লামা মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।












