পশ্চিমাদের মানবাধিকারের রক্ষক সাজা ‘নিছক ভণ্ডামি’: ইরান
বিশ্বের কিছু দেশ একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে ইরানিদের মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করছে। একই সময়ে এদেশের জনগণের মানবাধিকারের রক্ষক সাজার ভান করছে। গত সোমবার বিশ্ব সংস্থার মানবাধিকার পরিষদে দেওয়া এক বক্তব্যে জেনেভায় জাতিসংঘের দফতরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি একথা জানান। বক্তব্যে ইরানি জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত রেখে তাদের মানবাধিকারের রক্ষক সাজার এই আচরণকে তিনি নিছক কপটতা বলে আখ্যায়িত করেছেন। তিনি ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিথ্যা প্রতিবেদনের সমালোচনা করেন। খবর বাংলানিউজের। বাহরাইনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি জাভিদ রহমান ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন দাখিল করেছেন তা ভুল তথ্যে সমৃদ্ধ। ইরানের কূটনীতিক বলেন, এ ধরনের পক্ষপাতদুষ্ট প্রতিবেদনে ইরানের বাস্তব পরিস্থিতি উপেক্ষিত হয়েছে। বাহরাইনি বলেন, জাভিদ রহমানের প্রতিবেদনে ইরানে বিদেশি মদদপুষ্ট সহিংসতা ও সন্ত্রাসী হামলার কথা উপেক্ষা করা হয়েছে। অথচ এসব হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু মানুষ নিহত হয়েছে। বক্তব্যের এক জায়গায় তিনি ইরানে সন্ত্রাসবাদের উস্কানি দেওয়ার ক্ষেত্রে বিদেশি মদদপুষ্ট গণমাধ্যমকে দায়ী করেন। তিনি বলেন, দেশের বাইরে থেকে পরিচালিত শত শত টিভি, রেডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানে সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে।