পল্লী বন্ধু এরশাদের নাম মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে

স্মরণ সভায় বক্তারা

| সোমবার , ১৫ জুলাই, ২০২৪ at ৯:১১ পূর্বাহ্ণ

মহানগর জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা গতকাল রোববার চকবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগরের সাধারণ সম্পাদক আবু জাফর মাহমুদ কামালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুর উদ্দিন জহিরের সঞ্চালনায় সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, পল্লীবন্ধু এরশাদের নাম মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লিখা থাকবে চিরদিন। তিনি অসম্প্রদায়িক চেতনা ধারক ও বাহক ছিলেন, দেশিবিদেশী সকল সড়যন্ত্র মোকাবিলা করে মৃত্যুর আগপর্যন্ত এদেশের মানুষের সুখদুঃখের সাথী ছিলেন। সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছালামত আলী, মাহবুবুল আলম পিন্টু, হাজী শওকত আকবর, মোহাম্মদ আলী, শেখ আকতার উদ্দিন, কে.এম. আবছার উদ্দিন রনি, এস.এম. সাইফুল্লাহ সাইফু, এ কে এম নুরুল বশর সুজন, ফিরোজ কবির লিটন, এমদাদ হোসেন চৌধুরী, এনায়েত আলী খান, কায়সার হামিদ মুন্না, ছগীর আহম্মদ, অ্যাড. মো. সেলিম, মো. নজরুল ইসলাম, নূর আহমদ মিঠু, এম. আজগর আলী, আবু হানিফ নোমান, আরাফাত রহমান কচি, মো. সেলিম, মো. নাছির উদ্দিন পাঞ্জাব, ফিরোজ হোসেন খোকন, মো. সেলিম উল্লাহ, হাজী জানে আলম, মো. সাকের, নুুরুল হুদা জুজু, প্রিয়া আকতার মুক্তা, পারুল আকতার, কোহিনুর বেগম প্রমুখ। সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা এহসান আল কাদেরী।

দক্ষিণ জেলা জাতীয় পার্টি: দক্ষিণ জেলা জাতীয় পাটির উদ্যোগে সংগঠন কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসাইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল রোববার অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার আহবায়ক মোহাম্মদ নুরুচ্ছাফা সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস সাত্তার রনির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা জাপার যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী, আব্দুর রব চৌধুরী টিপু, মোহাম্মদ এম এ সালেম, আলী আকবর চেয়ারম্যান, সোনা মিয়া, কাজী মুজিবুর রহমান, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হারুনুর রশিদ, আবদুল ওহাব, মুরশেদ হোসেন মেম্বার, ডা. নুরুল ইসলাম, আব্দুর রহমান, মোহাম্মদ আলী, ইমরান হোসেন মুন্না, মো. জয়নাল, মো. এমরান মিয়া, মো. মামুন, নাছির কন্ট্রাক্টর, মুখতার আহমদ, আনিসুর রহমান, মোহাম্মদ হাকিম, আবু বক্কর চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা স্বস্ব উপজেলা পার্টির সাংগঠনিক কার্যক্রম ব্যাপকভাবে বাড়ানোর প্রস্তাব রাখেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে
পরবর্তী নিবন্ধআমরা বিরাশিয়ান চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী