পল্টন হত্যাকাণ্ড ছিল গোটা বাংলাদেশকে হত্যার শামিল

আমিরাবাদে জামায়াতের সমাবেশে মুহাম্মদ শাহাজাহান

| বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাযজ্ঞের মাধ্যমে দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতাসহ দেশ বিরোধী ধ্বংসের পথ উন্মুক্ত করা হয়েছিলো। পল্টন হত্যাযজ্ঞ নিছক কোনো হত্যাকাণ্ড ছিলো না। বরং পল্টন হত্যাকাণ্ড ছিলো গোটা বাংলাদেশকেই হত্যার শামিল। সেদিন খুনীরা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি বরং লাশের ওপর নৃত্য করে দানবীয় উল্লাসে মেতে ওঠেছিলো। সেদিনের হত্যাযজ্ঞ আইয়্যামে জাহেলিয়াতের নির্মমতার ইতিহাসকেও হার মানিয়েছে।

গত মঙ্গলবার আমিরাবাদে লোহাগাড়া জামায়াতের উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি শাহাজাহান চৌধুরী, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী। লোহাগাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা আনম নোমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, সাতকানিয়া পৌরসভা আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, উপজেলা নায়েবে আমির হাফিজুল হক নিজামী, অধ্যাপক আবু তাহের, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ২০০৬ সালে পল্টনের শহীদরা আমাদের জন্য অনুপ্রেরণা। তারা বাতিলের সম্মুখে জীবন দিতে শিখিয়েছে। তাই আমাদের জন্য হতাশার কিছু নেই বরং শহীদি তামান্না নিয়েই আগামী দিনে নিজের করণীয় নির্ধারণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলা রেজিস্ট্রারের সাথে দলিল লেখক সমিতির মতবিনিময়
পরবর্তী নিবন্ধইংরেজি ভাষা ও গার্মেন্টস শ্রমিক নিয়ে দুটি গবেষণাপত্র উপস্থাপন