পল্টন হত্যাকাণ্ডের খুনিদের বিচার দাবি

মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

| বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসানুল্লাহ বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগিবৈঠার তাণ্ডব ছিল বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ নৃশংস হত্যাযজ্ঞ। সেদিন প্রকাশ্যে নিরস্ত্র রাজনৈতিক নেতা কর্মীদের ওপর যে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জঘন্য মানবতাবিরোধী অপরাধ। সেই দিন গণতন্ত্র, মানবতা ও ন্যায়বিচারকে রক্তে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এই ২৮ অক্টোবরের লগিবৈঠার তাণ্ডব ছিল রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন প্রকাশ। নিরস্ত্র মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছিল শুধু তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে। এটি ছিল মানবাধিকারের চরম লঙ্ঘন।

গতকাল মঙ্গলবার দেওয়ানহাট মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে পল্টনে সংঘটিত লগিবৈঠার তাণ্ডবে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরীর যৌথ পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, ইসলামী ছাত্রশিবির উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল, শফিউল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে
পরবর্তী নিবন্ধজাতীয় সমবায় দিবস ১ নভেম্বর