পূবালী ব্যাংক পিএলসি গত ২১ মে সিপিডিএল–এর প্রকল্প আহমেদ ফোরাম পল্টনে তাদের নতুন ইসলামি ব্যাংকিং কর্পোরেট শাখা উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহ নেওয়াজ খান, হেড অব ব্রাঞ্চ মো. জাহিদ হোসেন ও অন্যান্য কর্মকর্তাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেনসহ সিপিডিএল পরিবারের অন্যান্য সদস্যগণ।
সিপিডিএল আহমেদ ফোরাম পল্টনের পুরো ভবনটিই ব্যবসা শুরুর জন্য একটি স্মার্ট স্পেস হিসেবে পরিকল্পিত, যা পুরান এবং নতুন ঢাকার সংযোগস্থল পল্টনে অবস্থিত। প্রেস বিজ্ঞপ্তি।