পলোগ্রাউন্ড মাঠের সমাবেশ সফল করতে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠেয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

ডা. শাহাদাত বলেন, চট্টগ্রামের সঙ্গে বিএনপির সম্পর্ক ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল। বীর চট্টলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ রাজনৈতিক জনসভা ২০১২ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন। সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় এবার বীর চট্টলায় আসছেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আমাদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে চট্টগ্রামের এই সমাবেশ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ ইতিহাস গড়তে প্রস্তুত। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, শৃঙ্খলা, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে এই জনসভাকে স্মরণীয় করে তুলতে হবে। তিনি বলেন, দেশের ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। ফ্যাসিবাদী শাসনের পতনে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন জানিয়ে মেয়র বলেন, এখন সময় এসেছে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাওয়ার।

এরশাদ উল্লাহ বলেন, আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য পলোগ্রাউন্ড মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হবে। মহাসমাবেশ যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সুশোভিত পরিবেশে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে সকল সংশ্লিষ্ট ব্যক্তি ও নাগরিকদের সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, মহানগর বিএনপি মহাসমাবেশের প্রস্তুতি কার্যক্রমে প্রতিটি ক্ষেত্রে নজরদারি রাখছে এবং সফল ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে সকল নেতাকর্মীর সম্পূর্ণ সমন্বয় প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম১০ আসনের প্রার্থী সাঈদ আল নোমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এম এ আজিজ, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাবউদ্দিন মুবিন ও মঞ্জুরুল আলম মঞ্জু।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে সিএনজির ধাক্কায় শিশু নিহত
পরবর্তী নিবন্ধখরণদ্বীপে শাপলা সংঘের উঠান বৈঠক