পলোগ্রাউন্ড মাঠেই হবে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট

| বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট প্রথমবারের মত আয়োজিত হচ্ছে এবার। আর এই টুর্নামেন্টের চট্টগ্রাম মহানগর পর্যায়ের খেলা গুলো নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। দীর্ঘ দিন ধরে পলোগ্রাউন্ড মাঠে কোন খেলাধুলা আয়োজন করা হচ্ছেনা। তাই সে মাঠে এই টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত আয়োজকরা। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আবদুল মালেক রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন। তিনি এই মাঠে টুর্নামেন্টটি আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মিল্টন বিশ্বাস, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ। আগামী ২১ জুন থেকে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতা শুরু হবে। মহানগরের চ্যাম্পিয়ন দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের আর্চারী খেলোয়াড়দের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-কম্বোডিয়া প্রীতি ম্যাচ আজ