পলোগ্রাউন্ডে শেখ হাসিনার মহাসমাবেশের থিম সং-এর মোড়ক উন্মোচন

| বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

আগামী ৪ ডিসেম্বর ঐতিহাসিক পলোগ্রাউন্ডে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সার্বিক ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে ‘মহাসমাবেশ’ থিম সং এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ নভেম্বর আন্দরকিল্লায় আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ..ম নাছির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ডা: তিমির বরণ চৌধুরী, রায়হান ইউছুপ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মহিলা কাউন্সিলর রুমকী সেন গুপ্ত, সাবেক মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, ১৪ দলীয় নেতা মিতুল দাশ গুপ্ত। সভায় আরো উপস্থিত ছিলেন গীতিকার হুমায়ুন চৌধুরী সরকার, শিল্পী আলাউদ্দীন তাহের, সামিনা চৌধুরী, কামরুল হাসান আজম টিপু, পিংকী চক্রবর্তী প্রমুখ। সভা পরিচালনা করেন অধ্যাপক অসীম চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে প্রস্তাবিত চবি এলামনাই সেন্টার নির্মাণের সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধবিলস্ শ্রমিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছে