পলোগ্রাউন্ডে মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে

উত্তর কাট্টলী ওয়ার্ডে প্রস্তুতি সভায় নাছির

| শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ৪ ডিসেম্বরের মহাসমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ গণজমায়েত। একই দিন সকালে চট্টগ্রামে তিনি আরো একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগদান করবেন। এটি চট্টগ্রামবাসীর কাছে গৌরবের একটি দিন। চট্টগ্রামে এখন সাজ সাজ রব চলছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উজ্জীবিত। এই মহাসমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এই মহাসমাবেশে চট্টগ্রামের সাংস্কৃতিক, রাজনৈতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে। মহাসমাবেশে পলোগ্রাউন্ড ময়দান ও সংলগ্ন এলাকা জনসমুদ্রে পরিণত হবে। পলোগ্রাউন্ডের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে উত্তর কাট্টলী এলাকায় উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আকবরশাহ থানা আওয়ামী লীগ সভাপতি সুলতান আহমদ চৌধুরী, উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান, সফিউল আলম চৌধুরী, আবুল কালাম আবু, আলী আজগর চৌধুরী, মাস্টার কামাল উদ্দিন, মো. আবু সুফিয়ান, সাইদুর রহমান পুতুল, মীর কাসেম দুলাল, এইচ এম আবুল খায়ের, মুসলিম উদ্দিন চৌধুরী, লায়ন গিয়াস উদ্দিন, তাজুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক লীগ ডক বন্দর অঞ্চলের মতবিনিময়
পরবর্তী নিবন্ধহালদায় বিষ প্রয়োগে মাছ শিকার, একজনকে এক মাসের কারাদণ্ড