পলোগ্রাউন্ডে তারেক রহমানের সমাবেশ চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়

নগর বিএনপির বিবৃতি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে পলোগ্রাউন্ড মাঠে গতকাল অনুষ্ঠিত সমাবেশে বিপুল জনসমাগম, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছে বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান এক যৌথ বার্তায় এ দাবি করেন। এতে সমাবেশ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ, গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টদের প্রতি। যৌথ বিবৃতিতে বলা হয়, সমাবেশকে ঘিরে উৎসব ও আনন্দ কেবল দলের নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং তা ছড়িয়ে পড়েছিল চট্টগ্রাম নগরজুড়ে, যা জনগণের অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা ও আস্থার প্রতীক হিসেবে প্রতিফলিত হয়েছে।

তারা বলেন, চট্টগ্রামের জনগণ যে ভালোবাসা, আবেগ ও আন্তরিকতায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সিক্ত করেছেন, তা নিঃসন্দেহে রাজনৈতিক ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, যা তিনি আজীবন শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন। চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মী, সমাবেশ বাস্তবায়নে নিয়োজিত স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যসেবকবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং সর্বোপরি চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে, যাঁদের সম্মিলিত প্রচেষ্টা, ত্যাগ ও নিষ্ঠায় এই সমাবেশ সাফল্য, শৃঙ্খলা ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, এই সমাবেশ নিঃসন্দেহে চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল, স্মরণীয় ও ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যা আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে শক্তিশালী অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একইসঙ্গে নেতৃদ্বয় সমাবেশকে কেন্দ্র করে সাময়িকভাবে নগরবাসীর চলাচলে যে অসুবিধা, যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং নাগরিকদের ধৈর্য, সহনশীলতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

পূর্ববর্তী নিবন্ধনানা উদ্যোগেও চালু হচ্ছে না ‘কাগজবিহীন’ ব্যবস্থা
পরবর্তী নিবন্ধসেহেরি ও ইফতার : ৯ মিনিট যোগ বা বিয়োগের হিসাব ভুল ও ভিত্তিহীন