পলোগ্রাউন্ডে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম-মহোৎসব

| রবিবার , ১৫ জানুয়ারি, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

সৎসঙ্গঁ বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ উৎসব উদ্‌যাপন পরিষদ আয়োজিত ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫তম জন্ম-মহোৎসব ড. অনিন্দ্যদ্যূতি চক্রবর্ত্তীর নির্দেশনায় গত শুক্রবার পলোগ্রাউন্ড মাঠে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।

বিকালে উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দেবের সভাপতিত্বে ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভারতের বিশিষ্ট সঙ্গীতগুরু পণ্ডিত বলরাম দাস।

প্রধান আলোচক ছিলেন ত্রিপুরার বিশিষ্ট সাহিত্যিক, কবি, লেখক ও চিকিৎসক ডা. রাজেশ চৌধুরী। উদ্‌যাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তাপস কুমার নন্দীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ, সৎসঙ্গঁ বাংলাদেশের সহ-সম্পাদক সুব্রত আদিত্য, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী, উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক তিমির কান্তি সেন প্রমুখ।

মাতৃসম্মেলনে সভাপতিত্ব করেন নমিতা ভৌমিক। বক্তব্য রাখেন ড. তাপসী ঘোষ রায়, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক মৃনালিনী চক্রবর্তী ও রত্না চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ জনগণকে যে কথা দেয় সে কথা রাখে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমাদক প্রতিরোধে যুবসমাজকে সচেতন হতে হবে