পলোগ্রাউন্ড মাঠে এবি ফুটবল একাডেমির খেলোয়াড়রা পেয়েছে খেলার উপহার সামগ্রী। গতকাল বৃহস্পতিবার সকালে একাডেমির খেলোয়াড়দের হাতে ফুটবল খেলার এই উপহার সামগ্রী তুলে দিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাউদ্দিন মো. রেজা।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এমরান হোসাইন, এবি ফুটবল একাডেমির প্রধান কোচ আবু বকর। সংক্ষিপ্ত বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি বলেন আজকের এ যুগে খেলাধুলা সারাবিশ্বে নিজের দেশকে তুলে ধরার অন্যতম মাধ্যম। বাংলাদেশের খেলোয়াড়রাও বহির্বিশ্বে সুনাম অক্ষুণ্ন রাখতে সর্বদা অনুশীলন করে যাচ্ছে।
ফুটবল খেলোয়াডরা একদিন বিশ্বকাপের আসরে বাংলাদেশের পতাকাকে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরে একাডেমির পরিচালক আবু বক্করও বক্তব্য রাখেন। উল্লেখ্য ২০২০ সাল থেকে ২২জন তরুণ ফুটবল খেলোয়াড় নিয়ে গড়ে উঠা এবি ফুটবল একাডেমি অর্ধশত খেলোয়াড়কে বর্তমানে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এ একাডেমি থেকে জাতীয় পর্যায়ে পৌঁছেছে মেজবাহ উদ্দিন ও শিহাবের মত খেলোয়াড়।