পলোগ্রাউন্ডের সমাবেশকে সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে

প্রস্তুতি সভায় মোছলেম উদ্দিন এমপি

| বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:১২ পূর্বাহ্ণ

আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আগমন উপলক্ষে তাঁতীলীগ দক্ষিণ জেলার প্রস্তুতি সভা গত ২১ নভেম্বর সংগঠনের সভাপতি দিদারুল আলম দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপত্বি মোসলেম উদ্দিন আহমদ এম.পি। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বক্তব্য রাখেন মমতাজ উদ্দিন আহমেদ, প্রকৌশলী দীপংকর দাশ, আজিজুল হক আজিজ, জহুর চৌধুরী, আলহাজ মো. শহিদুল ইসলাম ছৈয়দ, আবুল বশর, ডা. জয়নুল আবেদীন, মো. মনজুরুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন, দিলিপ কুমার সুশীল, কাজী খোরশেদ মিল্টন। সালাউদ্দিন চৌধুরী, মো. ইমরান ফরহাদ, শফিউর রহমান, মো. সাইদুল ইসলাম, মো. ইদ্রিস, মো. জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন প্রমুখ।

প্রধান অতিথি বলেন,বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে চট্টগ্রামে একটি স্মরণকালের জনসভায় পরিণত হবে বিধায় তাতীঁলীগ দক্ষিণ জেলার সুনাম অক্ষুন্ন রাখতে জনসভায় মিছিল সহকারে অংশগ্রহনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে দুইজনের যাবজ্জীবনসহ চার আসামির কারাদণ্ড
পরবর্তী নিবন্ধওরা ‘রেলওয়ের বড় কর্মকর্তা’