পলোগ্রাউন্ডের জনসভা জনসমুদ্রে পরিণত করার আহ্বান

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সভা-সমাবেশ

| মঙ্গলবার , ২২ নভেম্বর, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগ : আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর পলোগ্রাউন্ডে জনসভা সফল করার লক্ষ্যে গতকাল সোমবার দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে সর্বস্তরের নেতা-কর্মীদের সভা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চট্টগ্রামের মহানগরের প্রতিটি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহল বিশেষ ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে বিদেশিদের কাছে ধর্না দিতে শুরু করেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো বিষয়সহ নির্বাচন নিয়ে বিদেশীদের হস্তক্ষেপ একটা স্বাধীন জাতিকে আঘাত করার শামিল। একটি অপশক্তি সরকারকে ধাক্কা দিয়ে দেশকে পেছনে ঠেলে দিতে চায়।

সভায় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, মো. হোসেন, আবুল মনসুর, মো. ফিরোজ, অধ্যাপক আসলাম হোসেন, টিংকু বড়ুয়া, রেজাউল করিম কায়সার, সৈয়দ মো. জাকারিয়া, গোলাম মো. জোবায়ের প্রমুখ।

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ : আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ সফল করার লক্ষ্যে গত ২০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার গোমদন্ডীসহ বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমেদ এমপি।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে গেছেন। তার উন্নয়নের রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নেয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করার আহবান জানান। তিনি দলের সকল স্তরের নেতা-কর্মীদের ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠের জনসভা স্মরণ কালের বৃহত্তর জনসভায় রূপ দেয়ার আহবান জানান।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রেজাউল করিম বাবুল, নুরুল আবছার হিরা, শেখ শহিদুল আলম, এস এম জাকারিয়া, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, কাউন্সিলর হাজী নাছের আলী, ইসমাইল হোসেন খোকন, মোশারফ হোসেন, আবদুল মোনাফ মহিন, গিয়াস উদ্দিন সুমন, ইকরামুল হক মুন্না, মাহবুবুল আলম রাসেল, মো. জাবেদ হায়দার, মো. আনোয়ার হোসেন প্রমুখ।

আন্দরকিল্লা গ ইউনিট আ.লীগ : আন্দরকিল্লা গ ইউনিট আওয়ামীলীগের নব গঠিত কমিটির ১ম বর্ষপূর্তি ও আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশের প্রস্তুতি সভা গত ১৮ নভেম্বর আবদুল আজিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

গ ইউনিট আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দীন আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় কুমার চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী।

বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন, সহ সভাপতি আবদুল মোনায়েম, যুগ্ম সম্পাদক ননী গোপাল চৌধুরী চঞ্চল, সাংগাঠনিক সম্পাদক তারেক হায়দার বাবু, সলিল চৌধুরী, আশীষ ভট্টাচার্য, কাজী হেলাল উদ্দীন, হায়দার আলী, খন্দকার শোয়েবুল হক। উপস্থিত ছিলেন তপতী সরকার, সুলতানা নারগিস, শামসুল আলম, জসিম উদ্দীন, লক্ষণ চৌধুরী,আনিস আহমদ মণি, আরিফ উর রহমান, এফ,আর জুবায়ের, মো. তানভীর হাসান, মো. সাইফুল্লাহ, মো. আখতারুজ্জামান সোহেল, সাইফুল্লাহ আদনান, স্বপন রুদ্র, মিঠুন দাশ, মো. রাসেল, জামিল উদ্দীন, মো. মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআ’লা হযরত স্মৃতি সংঘের মাহফিল
পরবর্তী নিবন্ধওমানে বাঁশখালীর বাহারছড়ার প্রবাসী বোরহানের মৃত্যু