পলিথিন রাখায় নগরের চকবাজারের (কাঁচাবাজার) দুই ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বলেন, পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে গত ১ ডিসেম্বর থেকে কাজীর দেউরী বাজার, চকবাজার ও কর্ণফুলী বাজারকে পলিথিনমুক্ত ঘোষণা করা হয়েছে।
আজ (গতকাল) তিন বাজারেই অভিযান চালানো হয়। কাজীর দেউরী ও কর্ণফুলীতে পলিথিন পাওয়া যায়নি। চকবাজারে দুইজন দোকানদারের কাছে পাওয়া যায়। এদের একজনকে এক হাজার টাকা এবং অপর জনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।










