পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মসূচি

| শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ১০:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজার ও রেয়াজুদ্দিন বাজারে গতকাল শুক্রবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ‘সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন’র সচেতনতামূলক ক্যাম্পেইন, পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকার ১ নভেম্বর (গতকাল) থেকে খোলাবাজারে পলিথিন ব্যাবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জনস্বার্থে পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক উল্লেখ করে ক্রেতাদের সচেতন করা, খুচরা বিক্রেতাগণ বিক্রি করা পণ্যের সাথে পলিথিন না দেওয়া, পলিথিন উৎপাদনকারীদের উৎপাদন বন্ধ করা, বিকল্প ব্যাগ ব্যবহারে উৎসাহ প্রদান ইত্যাদির উপর ক্যাম্পেইন ও পথসভা অনুষ্ঠিত হয়।

সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের গতকালের কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র রিতু পারভী। বক্তব্য রাখেন সংগঠক রাশেদ সুফিয়ান, লেখক রেহেনা মাহমুদ, উন্নয়ন সংগঠক সোহাইল উদ দোজা, পরিবেশ কর্মী আফরোজা হোসেন, চট্টগ্রাম বাগান পরিবারের সংগঠক সবুজ রহিম, সংগঠক হাসনাত ইমরোজ সোহেল, নওশাদ আকিব, আশফাক ই এলাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সাইফুদ্দিন খালেদ।

পরিবেশ রক্ষা আন্দোলনের সংগঠকরা বলেন, এককভাবে কোন পক্ষই এই প্রাণঘাতী পলিথিন বন্ধ করতে পারবে না। এর জন্য প্রয়োজন সকলের সদিচ্ছা। সরকার পলিথিন বন্ধের নিষেধাজ্ঞা দিলেও সর্বসাধারণকেই পলিথিনের বিকল্প ব্যবহারে অভ্যস্ত হতে হবে। সেই সাথে খুচরা বিক্রেতাগণকে পণ্যের সাথে ফ্রিতে পলিথিন দেয়া বন্ধ করতে হবে। সরকারিভাবে পলিথিন উৎপাদন বন্ধ করে বিকল্প ব্যাগের শিল্প উৎসাহিত করতে হবে। পলিথিন ব্যবহারে একদিকে যেমন ক্ষতিকর মাইক্রণ মিশ্রিত হয়ে মানুষের ক্যান্সার, হার্টঅ্যাটাক সহ দুরারোগ্য ব্যাধি বেড়েছে তেমনি খালনদী ইত্যাদি ভরাট হয়ে পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। সুতরাং যেকোন উপায়ে এ মরণঘাতী ও পরিবেশ ধ্বংসকারী উপাদান বর্জন করে বিকল্প ব্যাগ ব্যবহারের মাধ্যমে আগামী প্রজন্মকে বাসযোগ্য করে তোলার দায়িত্ব সকলের। সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন পলিথিন বন্ধে সরকারের পাশাপাশি তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিউলি ফুলে শীতের আগমনী বার্তা
পরবর্তী নিবন্ধ১৪ বছর পর খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপন